পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আর এই দেশের প্রেসিডেন্ট বাইডেন বাসভবন বাইট হাউস এই সাদা ভবনের ভেতরে কি আছে তা জানেন না কেউ বাইট হাউস এর নিরাপত্তা ভাঙা কতটা কঠিন আচ্ছা কোন ঘরে বসে খাবার খান জো বাইডেন তাক লাগানো
এই বিশাল ভবনটি নিয়ে কৌতূহল সবারই চলুন ঘুরে আসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর সরকারি বাসভবনে বসে দেশের পরিচালনা করেন

জো বাইডেন বাসভবন
আবার কয়েক সপ্তাহ আগে এই সাদা ভবনে বসে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাতনির বিয়ের আসর। এই সুবিশাল ভবনটির ভিতর কেমন দেখতে কিভাবে তার বাড়িতে থাকেন বিশ্বের শক্তিশালী রাষ্ট্রনেতা প্রথমে যেটা চোখে পড়বে তাহলে জানলা ১৪৭ টি জায়গায় লাগানো রয়েছে জানিনা লাগানো রয়েছে বুলেট প্রুফ গ্লাস আর সবচেয়ে শক্তিশালী হল লেভেল ফর প্লাস্টিক গ্লাস যা দিয়ে মোড়ানো সম্পন্ন ভবন যা সাধারন মানুষের পক্ষে কেনা সম্ভব না |জো বাইডেনের বাসভবনটিতে যুদ্ধক্ষেত্রের থেকেও বেশি নিরাপত্তা থাকে কেনো

জো বাইডেন
সময়ের সঙ্গে সঙ্গে ভবনটি নিরাপত্তা পাল্টানো হয় মিসাইল সিস্টেম যুদ্ধক্ষেত্রে ব্যবহার কিন্তু অবাক হবেন এই সিস্টেম প্রেসিডেন্ট বাইডেন বাসভবন বাইট হাউস ব্যবহার হয়ে থাকে । নাইন ইলেভেনের পর থেকে এই ভবনটি নিরাপত্তা আরও কঠিন করা হয়েছে । তাই তখন থেকে এই ভবনের আশেপাশে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয় । আর এই এলাকায় ভুল করে প্লেন ঢুকে পড়ল ধ্বংস করে দেওয়া মিসাইল সিস্টেম দিয়ে বিমানটি ধ্বংস করতে তখন এক সেকেন্ডও ভাবা হয় না । জো বাইডেনের বাসভবনটিতে যুদ্ধক্ষেত্রের থেকেও বেশি নিরাপত্তা থাকে কেনো
সিকিউরিটির জন্য এক ধরনের সেন্সর কাজ করে হ্যাকিংয়ের মাধ্যমে সমস্যার করতে চাইলে এক ধরনের অ্যালার্ম বেজে উঠবে । ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ভবনটি চারপাশে লোহার গেট দিয়ে ঘেরা বিস্ফোরণ হলেও এই লোহাকে কিছুই করতে পারবেনা
তারপরও কিছু করতে গিয়ে অনেক সময় লেগে যাবে ততক্ষনে শত্রুরা নিরাপত্তারক্ষীদের হাতে চলে যাবে সিচুয়েশনের প্রেসিডেন্ট ওবামা 2011 সালে পাকিস্তানের ওসামা বিন লাদেনের বাড়িতে চালানো অভিযানে এ ঘর থেকেই নজর রাখতে এরকম তথ্য পাওয়া গিয়েছে বিবিসির প্র তিবেদনে এই সিচুয়েশনে ঘন্টার পর ঘন্টা করে কাজ করে তারা বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার উপর নজর রাখে |

জো বাইডেন
এছাড়াও সবুজ ও লাল রঙের পর্দা ঘর এছাড়া রয়েছে একটি থিয়েটার রুম তার পরিবারের সদস্যরা নিজেদের পছন্দের সিনেমা দেখতে পারেন । আমরা জানি কুকুর কতটা নিরাপত্তা রক্ষা করে কতটা ভাল নিরাপত্তা রক্ষীর কাজ করেন তাদের রয়েছে একাধিক প্রজাতির কুকুর যাদের বুলেটপ্রুফ জ্যাকেট
নিখুঁত ধ্বংস ক্ষমতা বৃদ্ধির জন্য সেনাবাহিনীকে স্নাইপার রাইফেল এর ব্যাপক চাহিদা থেকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন স্নাইপার সাথে কেউ পার পায়না ।এবার হল তাদের রান্নাঘর রান্নাঘরে সেটি কেমন দেখতে জানেন কি সবচেয়ে কঠিন নিরাপত্তা থাকে এ ভবনের রান্নাঘরে এখানেই আমেরিকার প্রেসিডেন্টের খাবার তৈরি হয় খাবারে বিষ মেশানো হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখেন
সূত্র : প্রথম কলকাতা