চক্রবর্তী পরিবারে বিয়ের সানাই। ঋতাভরী ও চিত্রঙ্গদা দুই বোনই টলিপাড়ার জনপ্রিয় মুখ। ক্রিসমাস ইভে বিয়ের পিঁড়িতে ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। শহরের এক রাজবাড়িতে বসল জমকালো বিয়ের অনুষ্ঠান। বিয়ে দিলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। পাত্র ‘প্ৰিয় বন্ধু’ সম্বিত চট্টোপাধ্যায়। পেশায় তিনি সঙ্গীত শিল্পী। তাঁর অন্য পরিচয়, সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে। ২০২১ সালেই বিয়ের কথা ছিল চিত্রাঙ্গদা-সম্বিতের। কিন্তু যাবতীয় পরিকল্পনায় বাধ সেধেছিল করোনা। প্রসঙ্গত, গত বছর চিত্রাঙ্গদা এবং তাঁর মা শতরূপা সান্যাল করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব দিক বিচার করে পরিবারের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিত্রাঙ্গদা। প্রায় এক বছর পর অবশেষে বিয়ের পিঁড়িতে চিত্রাঙ্গদা।

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ভালবাসার মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা। সম্বিত চ্য়াটার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ঋতাভরীর দিদি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই সুখবর দিয়েছেন টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী চক্রবর্তী। দিদির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছাও জানিয়েছেন। নতুন কনেকে লাল শাড়ি, স্লিভলেস ব্লাউড, মাথায় খোপা, তাতে ফুল গোজা, গলায় সোনার হার পড়ে দেখা গেছে। অন্যদিকে ঋতাভরীকে গাঢ় মেরুণ রঙের লেহেঙ্গা, কপালে বড় মাং টিকা পড়ে দেখা গেছে। ঋতাভরীর পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
বিয়েটা বেশ কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা কোভিড পজিটিভ হতেই সোশ্যাল মিডিয়ায় মা শতরূপা সকলকে খবরটি জানিয়েছিলেন।
ফেসবুকে শতরূপা লিখেছিলেন, নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হওয়ার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সঙ্গে। সমস্ত আনন্দ-অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণ আমার ঘরেও ঢুকল। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ। ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
চলতি বছরেই শুরুতেই চারহাত এক হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। কিন্তু করোনার কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যাল। কোভিডই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল চিত্রাঙ্গদার নতুন জীবনের শুরুতে। চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিন প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছিলেন চিত্রাঙ্গদা। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে এনগেজমেন্টের অনুষ্ঠান সেরেছিলেন চিত্রাঙ্গদা। এবার সম্বিতের সঙ্গে সাত পাক ঘুরলেন চিত্রাঙ্গদা। বরাবরই সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন চিত্রাঙ্গদা। অভিনয়ের খাতিরে হোক বা ব্যক্তিগত কারণে প্রথম থেকেই নিজেকে সাহসী হিসেবেই পরিচিত করে তুলেছেন চিত্রাঙ্গদা। তার অভিনয় নিয়ে বলার কিছু এমনিতেই নেই। বেশ কয়েকটি ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। এমনকী নিজের পদবী ব্যবহারের ক্ষেত্রেও চক্রবর্তীর বদলে মায়ের নাম শতরূপা ব্যবহার করেন অভিনেত্রী। বরাবরই সাহসীকতার ছাপ রাখতে সিদ্ধহস্ত চিত্রাঙ্গদা চক্রবর্তী থুড়ি চিত্রাঙ্গদা শতরূপা। তিনি ঠিক কতটা সাহসী তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই স্পষ্ট ধরা পড়ে। একাধিকবার বিভিন্ন সময়ে বোল্ড ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন চিত্রাঙ্গদা। এবার গার্ল-গ্যাংয়ের সঙ্গে অভিনেত্রীর উল্লাস যাপনের ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।