অর্থনীতি
সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের ৫ হাজার বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী

সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের ৫ হাজার বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আর্থিকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হাতে ‘বীর নিবাস’-এর চাবি হস্তান্তর করেছেন।
আজ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ৫ হাজার বাড়ির চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে কার্যত অবস্থায় এ কর্মসূচিতে যোগ দেন করেন
মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ বাড়িগুলো দেওয়া হচ্ছে।
আর্থিক ভাবে পিছিয়ে পড়া অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি নির্মাণ’ প্রকল্পটি – গত বছরের ২১ মার্চ একনেক কর্তৃক অনুমোদিত – ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে যা সরকারি তহবিল থেকে আসবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিক ভাবে পিছিয়ে পড়া অসচ্ছল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা (মহিলা মুক্তিযোদ্ধা), বিধবা ও শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০,০০০ বীর নিবাস (বাড়ি) নির্মাণ করা হয় সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের ৫ হাজার বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী
‘বীর নিবাশ’ (বীরদের জন্য বাড়ি) নামে , প্রতিটি 635 বর্গফুটের বাড়িতে দুটি শয়নকক্ষ এবং দুটি বাথরুম আরো একটি খাবার ঘর এবং একটি রান্নাঘর রয়েছে এই বীর নিবাশ বাড়িটিতে
এই প্রকল্পটি আর্থিকভাবে প্রান্তিক মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিধবা ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ।
সরকারি সূত্রে জানা গেছে, প্রতিটি বীর নিবাশ বাড়ি নির্মাণে খরচ হয়েছে 14,10,382 টাকা।
প্রধানমন্ত্রীর পক্ষে নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জের সহ অন্য সব জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার বীর নিবাশ এর চাবি হস্তান্তর করেন।
সরকারি সূত্রে জানা গেছে, প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে 14,10,382 টাকা।